জয়পুরহাটে নারী ফুটবলে বাধা নেই, অনুতপ্ত প্রতিবাদকারীরা

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ১৮

জয়পুরহাটের আক্কেলপুরে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধে মাঠে টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় জড়িতরা ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে তারা আর মেয়েদের খেলাধুলার বিষয়ে নাক গলাবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার তদন্ত টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করার পর প্রতিবাদকারীদের নেতারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাতিল হওয়া সেই প্রীতি নারী ফুটবল ম্যাচ শিগগিরই আয়োজন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তদন্ত কমিটির সদস্য আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় তারা অনুতপ্ত। এখন ওই মাঠে মেয়েদের ফুটবল খেলতে বাধা নেই। শিগগিরই ফুটবল ম্যাচ আয়োজন করা হবে।

এর আগে শুক্রবার সকালে তদন্ত কমিটির সদস্যরা ও সেনাবাহিনীর একটি দল খেলার মাঠে আসেন। এ সময় তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। টিন ভাঙচুরের সঙ্গে জড়িত কয়েকজনও সেখানে হাজির হন। ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন তারা। বিকালে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে উভয়পক্ষ সমঝোতা করবে বলে আশ্বস্ত করা হয়।

উল্লেখ্য, ২৮ জানুয়ারি আক্কেলপুর উপজেলায় নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকার বিক্ষুব্ধ মুসল্লি, রাজনৈতিক ব্যক্তি ও মাদ্রাসার ছাত্ররা তিলকপুর উচ্চবিদ্যালয় খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। পরে এ ঘটনা দেশব্যাপী বেশ আলোচিত হয়।

এ নিয়ে ৩০ জানুয়ারি গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের উচ্চ পর্যায় থেকে স্থানীয় প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার নির্দেশ দেয়া হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত