জেলা প্রতিনিধি, জয়পুরহাট
জয়পুরহাটের আক্কেলপুরে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধে মাঠে টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় জড়িতরা ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে তারা আর মেয়েদের খেলাধুলার বিষয়ে নাক গলাবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার তদন্ত টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করার পর প্রতিবাদকারীদের নেতারা এসব কথা বলেন।
বাতিল হওয়া সেই প্রীতি নারী ফুটবল ম্যাচ শিগগিরই আয়োজন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তদন্ত কমিটির সদস্য আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় তারা অনুতপ্ত। এখন ওই মাঠে মেয়েদের ফুটবল খেলতে বাধা নেই। শিগগিরই ফুটবল ম্যাচ আয়োজন করা হবে।
এর আগে শুক্রবার সকালে তদন্ত কমিটির সদস্যরা ও সেনাবাহিনীর একটি দল খেলার মাঠে আসেন। এ সময় তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। টিন ভাঙচুরের সঙ্গে জড়িত কয়েকজনও সেখানে হাজির হন। ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন তারা। বিকালে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে উভয়পক্ষ সমঝোতা করবে বলে আশ্বস্ত করা হয়।
উল্লেখ্য, ২৮ জানুয়ারি আক্কেলপুর উপজেলায় নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকার বিক্ষুব্ধ মুসল্লি, রাজনৈতিক ব্যক্তি ও মাদ্রাসার ছাত্ররা তিলকপুর উচ্চবিদ্যালয় খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। পরে এ ঘটনা দেশব্যাপী বেশ আলোচিত হয়।
এ নিয়ে ৩০ জানুয়ারি গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের উচ্চ পর্যায় থেকে স্থানীয় প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার নির্দেশ দেয়া হয়।
জয়পুরহাটের আক্কেলপুরে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধে মাঠে টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় জড়িতরা ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে তারা আর মেয়েদের খেলাধুলার বিষয়ে নাক গলাবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার তদন্ত টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করার পর প্রতিবাদকারীদের নেতারা এসব কথা বলেন।
বাতিল হওয়া সেই প্রীতি নারী ফুটবল ম্যাচ শিগগিরই আয়োজন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তদন্ত কমিটির সদস্য আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় তারা অনুতপ্ত। এখন ওই মাঠে মেয়েদের ফুটবল খেলতে বাধা নেই। শিগগিরই ফুটবল ম্যাচ আয়োজন করা হবে।
এর আগে শুক্রবার সকালে তদন্ত কমিটির সদস্যরা ও সেনাবাহিনীর একটি দল খেলার মাঠে আসেন। এ সময় তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। টিন ভাঙচুরের সঙ্গে জড়িত কয়েকজনও সেখানে হাজির হন। ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন তারা। বিকালে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে উভয়পক্ষ সমঝোতা করবে বলে আশ্বস্ত করা হয়।
উল্লেখ্য, ২৮ জানুয়ারি আক্কেলপুর উপজেলায় নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে এলাকার বিক্ষুব্ধ মুসল্লি, রাজনৈতিক ব্যক্তি ও মাদ্রাসার ছাত্ররা তিলকপুর উচ্চবিদ্যালয় খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। পরে এ ঘটনা দেশব্যাপী বেশ আলোচিত হয়।
এ নিয়ে ৩০ জানুয়ারি গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারের উচ্চ পর্যায় থেকে স্থানীয় প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার নির্দেশ দেয়া হয়।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৩ ঘণ্টা আগে