বগুড়ার আদমদীঘিতে রেল দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টায় আদমদীঘির ছাতিয়ানগ্রাম ব্রডগেইজ রেললাইনের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
গেট পার হওয়ার সময় রেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর তৌফিক হোসেন (১৯) ও মারুফ হোসেন (১৯) নিহত হয়েছে। আকাশ (১৯) নামে একজন গুরু আহত হয়েছেন। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
নিহত কিশোর তৌফিক আদমদীঘি উপজেলার বামনী গ্রামের মৃত নয়ন হোসেনের ছেলে। মারুফ হোসেন হেলাল হোসেনের ছেলে। আহত আকাশ ওই গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় আদমদীঘির বামনি গ্রামের তিন বন্ধু ১ মোটরসাইকেলযোগে ছাতিয়ান গ্রামে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল। রাত আনুমানিক ১২টায় মোটরসাইকেলে অরক্ষিত ছাতিয়ান গ্রাম ব্রডগেজ রেলগেট পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ সবাই ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তৌফিক ও মারুফ নিহত হয়। আকাশ হোসেন গুরুতর হয়। আকাশ এখন চিকিৎসাধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

