আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাঙ্গুড়ায় ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ভাঙ্গুড়ায় ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা আটক

পাবনার ভাঙ্গুড়ায় ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা মেহেদি হাসান মামুনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে পৌরশহরের ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

মামুন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লোকমান হোসেনের কনিষ্ঠ পুত্র।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ গা ঢাকা দিলেও ছাত্রলীগ নেতা মামুন এলাকাতেই ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় আওয়ামী লীগকে সংগঠিত করতে গোপনে দলীয় কার্যক্রম পরিচালনা করার অভিযোগ রয়েছে।

ওসি শফিকুল ইসলাম জানান, ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে ছাত্রলীগ নেতা মামুনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন