আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাঙ্গুড়ায় সাড়ে ৮ লাখ টাকার ভেজাল মধু ধ্বংস

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ভাঙ্গুড়ায় সাড়ে ৮ লাখ টাকার ভেজাল মধু ধ্বংস

পাবনার ভাঙ্গুড়ায় ৪১ টি ড্রাম ভর্তি ২ হাজার ৫০ কেজি ভেজাল মধু জব্দ করে তা ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা বলে জানা যায়।

মঙ্গলবার দুপুরে উপজেলার দুধবাড়িয়া গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এসব ভেজাল মধু জব্দ করে তা ধ্বংস করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, সোমবার রাতে সিএনজি ও অটোভ্যানে করে ভেজাল মধু নিয়ে যাওয়ার সময় উপজেলার দুধবাড়িয়া গ্রামের বাসিন্দারা তা আটকে রেখে প্রশাসনকে খবর দেয় । পরে মঙ্গলবার দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সেখানে গিয়ে উপস্থিত হন। এসময় সেখানে আটকে রাখা ৪১ ড্রাম ভর্তি ২ হাজার ৫০ কেজি ভেজাল মধু জব্দ করে তা পাশের একটি খালে ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড় পুকুরিয়া গ্রামের রমজান আলী ও তার ভাই জাইদুল মৌ চাষের সাথে জড়িত। তারা মৌ চাষের আড়ালে চিনির সঙ্গে বিভিন্ন কেমিকেল মিশিয়ে ভেজাল মধু তৈরি করে তা দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করে থাকেন। এক সময়ের হতদরিদ্র এই দুই সহোদর ভেজাল মধুর ব্যবসা করে এখন কোটি টাকার মালিক বনে গেছেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার দেশকে জানান, ঘটনাস্থল থেকে ৪১ ড্রাম ভর্তি ভেজাল মধু জব্দ করে তা ধ্বংস করা হয়। এসময় অভিযুক্তদের না পাওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে তাদেরকে নজরদারির মধ্যে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...