দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে পড়েছে প্রাণীরাও। কনকনে ঠান্ডা থেকে বাঁচতে গ্রামাঞ্চলে কুকুরসহ অন্যান্য প্রাণীকে আগুন পোহাতে দেখা যাচ্ছে।
সড়কের পাশ, খোলা মাঠ কিংবা গাছতলায় জ্বালানো আগুনের পাশে বসে শরীর গরম করছে কুকুরসহ বিভিন্ন গৃহপালিত প্রাণী। মানুষের মতো তারাও শীতের তীব্রতায় আশ্রয় খুঁজছে, যা বর্তমান শীত পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরছে।
দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘আজ (২৫ ডিসেম্বর) দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ, যা শীতের অনুভূতি আরো বাড়িয়ে দিচ্ছে। আগামী কয়েকদিন শীতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
শীতের কারণে বিশেষ করে পথ প্রাণী ও দুর্বল পশুপাখি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা বলছেন, তীব্র ঠান্ডায় খাবার ও আশ্রয়ের সংকটে এসব প্রাণীর কষ্ট বেড়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

