পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা, নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে দিকনির্দেশনা দেন ক্যাপ্টেন ইমরুল কায়েস, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মতিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন আক্তার, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ওবায়দুল হক প্রমুখ।
দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস নিয়ে মামুন টুডু (২৮) নামে এক আদিবাসী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১১টা পর উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের দাদনপুর মালিপাড়া গ্রামে। মামুন ওই গ্রামের মৃত বিমল টুডুর ছেলে।
তিনি উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। তিনি হরিপুর কামারপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে। নবাবগঞ্জ থানার এসআই মাহমুদুর রহমান জানান সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।