আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঢাকার পথে হাজারো নেতাকর্মী

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঢাকার পথে হাজারো নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে তাকে সংবর্ধনা জানাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে চার হাজারের অধিক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা.এ জেড এম জাহিদ হোসেনের ছোট ভাই ও দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের চার হাজারেরও অধিক নেতাকর্মী বুধবার রাত আনুমানিক ৯টার দিকে ঢাকার পথে যাত্রা শুরু করেন।

বিজ্ঞাপন

এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন স্লোগান ও মিছিলের মাধ্যমে তারা তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় পৌঁছানোর প্রস্তুতি নেন।

জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা বলেন, আগামীকাল ২৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যই এই যাত্রা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারাদেশের বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন