আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নবাবগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

নবাবগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেপ্তার
ছবি: আমার দেশ।

দিনাজপুরের নবাবগঞ্জে ডেভিল হান্ট অপারেশন ফেজ-২ অভিযান পরিচালনা করেছে নবাবগঞ্জ থানা। এসময় আমিনুর রহমান (৫৯) নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কামালপুর গ্রামের মৃত আসাদ আলীর ছেলে।
নবাবগঞ্জ থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানিয়েছেন, তাকে রোববার দুপুরে উপজেলার গোলাপগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমিনুর রহমান উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কৃষকলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
বিগত ফ্যাস্টিস্ট সরকার আমলে গোলাপগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মামলার তদন্তকারী অফিসার এস আই মাহমুদুর রহমান জানান, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন