গতবছরের জুলাই–আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকায় শহীদ হন আশিকুর রহমান। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামে শহীদ আশিকুর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর- ৬ আসনের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার নরহরিপুর গ্রামে শহীদ আশিকুরের কবর জিয়ারত করেন এবং সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন।এ সময় তিনি শহীদ আশিকুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ আশিকুর রহমানের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তারা আমাদের অনুপ্রেরণার উৎস।
কবর জিয়ারতের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকাবাসী এবং শহীদের স্বজনরা উপস্থিত ছিলেন। তারা শহীদ আশিকুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার আত্মত্যাগের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

