নওগাঁর ধামইরহাটে বিয়েবাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যু এবং ১৭ জন অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। গত রোববার উপজেলার আগ্রাদ্বিগুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠানে প্রায় ২৫০ জন মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল।
মারা যাওয়া ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৩৮)। তিনি উপজেলার আগ্রাদ্বিগুন এলাকার দলিল উদ্দিনের ছেলে। গুরুতর অসুস্থদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন জয়দেব (৩৩), রেহেনা বেগম (৩৬), বাবু (১০) , জাহিদুল (৩৮) ও মোজাফফর (২৮)। তারা সবাই পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক বলেন, গত রোববার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন বাজার এলাকায় আমিরুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের খাবার খাওয়ার পর আমন্ত্রিত অতিথিদের বমি, পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়। অসুস্থ হয়ে পড়ার পর তারা পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। নিহত মোজাফফর হোসেন আমার ফুফাতো ভাই। তিনি ওই দিন খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থা গুরুতর হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করানো হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার ভোরে মারা গেলে বিকালে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. খালিদ সাইফুল্লাহ বলেন, খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় ১৮ জন রোগী ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে যাবার পথে তার মৃত্যু হয়।

