আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাবনা-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতী মফিজ

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
পাবনা-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতী মফিজ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) দলীয় প্রার্থী হিসেবে চাটমোহরের কৃতি সন্তান

মুফতী মাওলানা মো. মফিজ উদ্দিনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে চাটমোহর মাদ্রাসায়ে আবু হুরাইরা (রা.) ও মথুরাপুর মনজুর রহমান

এতিমখানায় সাংগঠনিক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

মুফতী মফিজ বাংলাদেশ খেলাফত মজলিস চাটমোহর উপজেলা শাখার সভাপতি ও মাদ্রাসায়ে আবু হুরাইরা (রা.) ও মথুরাপুর মনজুর রহমান এতিমখানার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠকে, বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার আমির মুফতি ওয়ালী উল্লাহ, সেক্রেটারি মাওলানা বাহারুল ইসলাম, ফরিদপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুন্নাফ, ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, চাটমোহর উপজেলা শাখার সভাপতি মুফতী মফিজ উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাটমোহর উপজেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার আমির মুফতি ওয়ালি উল্লাহ বলেন, দলীয় বৈঠকে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সকল নেতাকর্মীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পাবনা-৩ আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মুফতী মফিজ উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি, দেশ ও জাতির কল্যাণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ, যোগ্য, খোদা ভীরু ও একজন আলেমে দ্বীনকে নির্বাচিত করতে সকল জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মুফতী মফিজ উদ্দিন বলেন, 'আমাকে প্রার্থী হিসেবে বাছাই করায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া চাই আমি যেন কোরআন-সুন্নাহর আলোকে এই আসনকে সুন্দর করে সাজাতে পারি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন