নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনে দলীয় প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি নেতা রঞ্জিত কুমার সরকারকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, নাটোরের এ আসনে বিএনপির প্রার্থী হলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তাকে নিয়ে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনের কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি সভায় বক্তব্য দেন রঞ্জিত কুমার সরকার। তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।
বহিষ্কারপত্রে জানানো হয়, নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি মতবিনিময় সভায় উপস্থিত হয়ে অশালীন কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর আদেশে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সব রকম যোগাযোগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন মোবাইল কোড পরিচালনা করে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেন।
এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ জানান, নাটোর- ১ আসনের বিএনপির প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ায় কেন্দ্রের নির্দেশ মোতাবেক রঞ্জিত কুমার সরকারকে বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

