আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

র‍্যাবের অভিযানে ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, বগুড়া

র‍্যাবের অভিযানে ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের কারাদণ্ড

নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে বগুড়ায় অভিযান চালিয়েছে র‍্যাব। ভ্রাম্যমাণ আদালতের বিশেষ যৌথ অভিযানে আনুমানিক বাজার মূল্য প্রায় ৫২ লাখ টাকার ২৬ টন অবৈধ পলিথিন জব্দ ও ৩ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকাল সাড়ে ১০টায় সদরের কালিতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম ও পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর এবং র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়।

এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) এবং ১৫(১) ধারা ভঙ্গের অপরাধে দুই লাখ টাকা জরিমানা করে।

শহরের আটাপাড়া এলাকার মৃত দুদু মণ্ডলের পুত্র হেলালুজ্জামান (৪৫), নাটাই পূর্বপাড়া এলাকার মৃত জাবেদ আলীর পুত্র রফিকুল ইসলাম (৪০) এবং গোকুল এলাকার বাদল এর পুত্র জাকারিয়া (২২) নামের ৩ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত হেলালুজ্জামান ও রফিকুলকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জাকারিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...