ভাঙ্গুড়ায় সারের দাবিতে বিক্ষোভ মিছিল

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৭: ৪৭
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৮: ১৩

পাবনার ভাঙ্গুড়ায় সারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কৃষকরা। বুধবার (৫ নভেম্বর) দুপুরে পৌর শহরের স্মৃতি সৌধের সামনের সড়কে উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুমের নেতৃত্বে এই বিক্ষোভ হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা সেখান থেকে উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা সারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। পরে উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান কৃষকদের সঙ্গে বসে তাদের সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

বিক্ষোভে অংশ নেওয়া কৃষকদের অভিযোগ, চলতি রবিশস্য মৌসুমে চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না তারা। এছাড়া অনেক কৃষক এখন পর্যন্ত এক বস্তা সারও পাননি। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিলে সার মিলছে। তাছাড়া সার কিনতে গেলে দু'একজন ডিলার কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

উপজেলা কৃষকদের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, উপজেলার কৃষকরা হন্যে হয়ে ঘুরেও চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। সার না পেলে তারা কিভাবে সরিষার আবাদ করবেন। এলাকার কৃষকদের এই সমস্যার সমাধান না হলে তাদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার মোছা. শারমিন জাহান আমার দেশকে বলেন, সারের বড় চালানটি আজকের মধ্যেই ডিলার পয়েন্টে এসে পৌঁছাবে। তখন এলাকায় আর সারের কোনো সংকট থাকবে না। কৃষকরা যেন চাহিদা অনুযায়ী সার পান সেটা নিশ্চিত করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত