আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান গ্রেপ্তার
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে আড়ানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেকুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে আড়ানগড় ইউনিয়নের গকুল গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

থানা পুলিশ জানান, গত ২৪ সালের ৫ অক্টোবর শনিবার উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে ককটেল বিস্ফোরক ঘটনায় ওই এলাকার রাজু হোসেন নামে একজনের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় ২৬ জনকে আসামি ও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং-০৬।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম নাজমুল হুদা জানান, আসামিকে মামলার প্রেক্ষিতে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন