আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের মধ্যেই আ.লীগের মশাল মিছিল

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

বগুড়ায় ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের মধ্যেই আ.লীগের মশাল মিছিল

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের মধ্যেও বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মশাল মিছিল করেছে।

বিজ্ঞাপন

মঙ্গবার (১৬ ডিসেম্বর) রাতে সোয়া ১১টার দিকে মশাল মিছিলের ভিডিওটি শাজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ছান্নু তার ভেরিফাইড ফেইসবুক থেকে ভিডিওটি পোস্ট করেন।

ওই পোস্ট তিনি লিখেন, অবৈধ তফসিল ও ক্যাংগারু কোর্ট এর রায়ের বিরুদ্ধে, শাজাহানপুর উপজেলাসহ সারাদেশে অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মশালসহ বিক্ষোভ মিছিল।

মিছিলের বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ফেসবুকে ভিডিওটি দেখে আমরা অনেক অনুসন্ধান করেছি। শাজাহানপুরে এরকম কোন মশাল মিছিল হয়নি। তবে এটা ধারণা করা যায় যে, ভিডিওটি হয়তো অনেক আগে করে রেখেছিল। আজকে ভিডিওটি পোস্ট করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন