অসাধু ব্যবসায়ী ও কিছু সাংবাদিক চামড়া সিন্ডিকেটে জড়িত: বাণিজ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১৮: ৪১

চামড়ার মূল্যমান কমার জন্য কিছু অসাধু ব্যবসায়ী ও কিছু সাংবাদিক সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

মঙ্গলবার বিকেলে বগুড়ার শহরের জামিল মাদ্রাসায় কোরবানীর পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, 'জিনিসপত্রের মূল্য কমানোর পাশাপাশি ক্রয় ক্ষমতা বৃদ্ধি করাও অন্তবর্তী সরকারের অন্যতম লক্ষ্য। কোরবানীর চামড়ার দাম কম পাচ্ছে বিষয়টি সঠিক নয়, সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে। সেক্ষেত্রে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাওয়া যাবে বলে প্রত্যাশা করেন বাণিজ্য উপদেষ্টা।' এছাড়াও ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা আদায়ে চামড়া ব্যবসায়ীদের মামলা দায়েরের পরামর্শও দেন তিনি। চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শনের সময় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিসিক কর্মকর্তা ও মাদরাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

এর আগে বাণিজ্য উপদেষ্টা নাটোরে কোরবানীর পশুর চামড়ার স্থায়ী ও অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন করেন। বগুড়া থেকে তিনি জয়পুরহাটে চামড়ার স্থায়ী ও অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শনে যান।

এমএস

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত