নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটকের পর হ্যান্ডকাপ খুলে ছেড়ে দিলো পুলিশ

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৭: ৫০

নাটোরের লালপুরে ছাত্রলীগ কর্মীকে আটকের পর হ্যান্ডকাপ খুলে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিলমাড়িয়া ফুটবল ফেডারেশনের আয়োজনে চলমান বিলমাড়ীয়া সুপার লীগে বাকনাই বনাম বিলমাড়ীয়া ফুটবল ম্যাচের হাফটাইমের সময় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, খেলা চলাকালে সাদা পোশাকে থাকা লালপুর থানার কয়েকজন পুলিশ সদস্য সাহিদ (২১) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেন। সাহিদ লালপুর উপজেলার মাধবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও উপজেলা ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। পুলিশ তাকে আটক করে হ্যান্ডকাপ পরালে আশপাশের দর্শক ও তার সহযোগীরা জড়ো হয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা। একপর্যায়ে তাদের চাপের মুখে পুলিশ হ্যান্ডকাপ খুলে সাহিদকে ছেড়ে দেয় ।

এ ঘটনায় বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু জানান, আমি খেলার মাঠে ছিলাম না। তবে যেটা জেনেছি, পুলিশ সাদা পোশাকে আটক করতে গেলে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ভুলবশত তাকে ধরা হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত