পাবনার ভাঙ্গুড়ায় স্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে অটোভ্যান গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে শম্পা খাতুন (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পৌর শহরের ভাঙ্গুড়া বাজার এলাকার বাংলালিংক টাওয়ারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ তিন সন্তানের জননী ও পৌরশহরের দক্ষিণ মেন্দা শাহপাড়া মহল্লার লিটন হোসেনের স্ত্রী।
এ ঘটনায় আরিফুল ইসলাম ও আতাউর রহমান নামের দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের দু'জনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ট্রলিচালক ও হেলপারকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূ শম্পা তার ছোট মেয়েকে মাদরাসা থেকে আনতে অটোভ্যান গাড়িযোগে যাচ্ছিলেন। পথে দুপুর ১ টার দিকে ভাঙ্গুড়া বাজার এলাকার বাংলালিংক টাওয়ারের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও মোটরসাইকেলের সঙ্গে ওই ভ্যান গাড়ির সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই ওই গৃহবধূ নিহত হন এবং দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ শম্পাকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত আরিফুল ও আতাউরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এঘটনায় ট্রলির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

