নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।
হামলার পর প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
রিয়াজুল ইসলাম সেনাবাহিনীর সার্জেন্ট রিমনের ভাই। এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নলডাঙ্গা থানার ওসি সামিউল আযম জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

