ধুনটে পুলিশকে কুপিয়ে পালানো আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৪: ০৭
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৪: ০৯

বগুড়ার ধুনট উপজেলায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে হাতকড়াসহ পালানো আসামি অসীম ওরফে সোহাগ মন্ডলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১২) সকাল ১১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। অসীম উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এর আগে শুক্রবার রাতে উপজেলার বড়বিলা গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে ধুনট থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি অসীম ওরফে সোহাগ মন্ডল। থানার এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেক গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অসীমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে হাতকড়া পরায়। এ সময় অসীমের মা শিউলি খাতুন ও স্ত্রী সোহানা খাতুন এএসআই আশরাফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে হাতকড়াসহ অসীমকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করে।

এ ঘটনায় এএসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে অসীম, তার মা শিউলি খাতুন এবং স্ত্রী সোহানা খাতুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার রাতে অসীমের মা শিউলী খাতুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এই মামলার আসামি অসীমের স্ত্রী সোহানা খাতুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত