ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ২০: ৫৬

পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের শ্মশানঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন অতিক্রম করার সময় ওই যুবক রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ শনাক্তের দায়িত্ব দেয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত