পাবনার ঈশ্বরদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের শ্মশানঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন অতিক্রম করার সময় ওই যুবক রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ শনাক্তের দায়িত্ব দেয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

