আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লালপুরে সড়কের পাশে প্রাইভেটকারসহ গলাকাটা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

লালপুরে সড়কের পাশে প্রাইভেটকারসহ গলাকাটা লাশ উদ্ধার

নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভা এলাকায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় লালপুর-গোপালপুর সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল সংলগ্ন রাস্তা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে একটি সাদা প্রাইভেটকারের পাশে এক ব্যক্তির নিথর দেহ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারসহ লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহতের পরিচয় তার সঙ্গে থাকা মোবাইল ও কাগজপত্র থেকে জানা গেছে। তার নাম সাইদুর রহমান (৩৫), তিনি কুষ্টিয়ার ভেড়ামারা রেলগেট এলাকার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন পেশাদার ড্রাইভার।

নিহতের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল, যা দেখে পুলিশ ধারণা করছে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।

লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে একটি সাদা প্রাইভেটকারসহ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনা তদন্তে মাঠে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন