চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ কেজি ভারতীয় বিস্ফোরক জব্দ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ২০: ১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সাত কেজি বিস্ফোরক জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার ভোরে সদর উপজেলার জহুরপুরটেক বিওপির সদস্যরা বকরিপাড়া গ্রামের মতিউর রহমানের গোয়াল ঘর থেকে ভারতীয় বিস্ফোরকগুলো জব্দ করে।

বিজ্ঞাপন

সন্ধ্যায় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৯/৫-এস হতে ১.৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অন্তর্গত বকরিপাড়া গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে মো মতিউর রহমানের বসত বাড়ির গোয়াল ঘরে মজুত করা সাত কেজি ভারতীয় বিস্ফোরক জব্দ করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক মতিউর রহমানসহ মোট পাঁচজনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত