আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধামইরহাটের মাদক ব্যবসায়ী মহব্বত আটক, ১০০ ট্যাপেন্টাডল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ধামইরহাটের মাদক ব্যবসায়ী মহব্বত আটক, ১০০ ট্যাপেন্টাডল উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. মহব্বত আলীকে নেশা করার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

শনিবার রাতে জয়পুরহাট জেলার সদর এলাকার হরিপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫। গ্রেপ্তারকৃত মহব্বত আলী ধামইরহাট উপজেলার পোড়ানগর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩-এর একটি গোয়েন্দা দল অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার হরিপুর এলাকা থেকে মাদক বিক্রির সময়ে হাতেনাতে মহব্বত আলীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

মহব্বত আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন