নাটোরের সিংড়া উপজেলার বিএনপি নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা । বুধবার রাত সাড়ে ১১টায় সিংড়া উপজোলার কলম ইউনিয়নের কুমারপাড়ায় নিজ বাড়ির সামনে অধ্যাপক রেজাউল করিমকে (৫৩) গলা কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
নিহত রেজাউল করিম নাটোর জেলা জিয়া পরিষদের নির্বাহী কমিটির সদস্য। তিনি সিংড়া উপজেলার বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপকেএবং সিংড়া উপজেলার কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা।
জানা যায়, রাত ১১টার দিকে রেজাউল করিমের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে যায়। এ সময় রাস্তার পাশে গলা কাটা এবং রক্তাক্ত অবস্থায় রেজাউল করিমকে পড়ে থাকতে দেখেন তারা।
এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। ঘটনায় বিক্ষুব্ধ জনগণ একই গ্রামের ওহাব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও আগুনে পুড়ে মারা যান ওহাবের বৃদ্ধা মা ছাবিহা (৭৫)।
সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

