গোদাগাড়ীতে ৫ কেজি হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১১: ৩৮
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১১: ৩৯

রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসনভার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত দুই নারী হলেন- ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম (৫৩) ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু (৫৫)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা।

পুলিশ জানিয়েছে, মৌলভীবাজার থেকে হেরোইন নিতে গোদাগাড়ী এসেছিলেন তাহমিনা বেগম। নাজমা বেগম তার কাছে হেরোইন হস্তান্তর করছিলেন। তখন অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত