ভাঙ্গুড়ায় ছিন্নমূল দুই নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১০: ৫৬
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১০: ৫৭

পাবনার ভাঙ্গুড়ায় সড়কের ওপর থেকে অজ্ঞাত পরিচয় দুই ছিন্নমূল নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একজনের বয়স আনুমানিক ৬৫ বছর, অপরজনের ৫০ বছর।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাড়ে ৯টায় পৌরসভার চৌবাড়ীয়া উত্তরপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই নারীর মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দুধের লরিচাপায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দুটি লাশ উদ্ধারের বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে চৌবাড়ীয়া উত্তরপাড়া এলাকায় পাকা সড়কের ওপর অজ্ঞাত ছিন্নমূল ওই দুই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় মুসল্লিরা। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রোববার রাতে পৌরসভার বড়ালব্রিজ স্টেশন এলাকায় ওই দুই নারীকে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

ওসি মো. শফিকুল ইসলাম বলেন, 'ওই দুই নারী লাশ দেখে মনে হচ্ছে তারা ছিন্নমূল মানুষ। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। তাদের কাছে ভিক্ষার থলে ও খুচরা সামান্য কিছু টাকা ছিল। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত