বগুড়ার ধুনটে 'হ্যাঁ' ভোটের প্রচারণা চালাতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতের পাঁচ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেল ৫টার দিকে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতা আতাউর রহমান পলাশের নেতৃত্বে এলেঙ্গী ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী 'হ্যাঁ' ভোট প্রচারণা বন্ধ করতে বলেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে জামায়াতের জিয়াউর রহমান ঠান্ডু (৪৫), আইয়ুব আলী (৪৯), মাসুদ রানা (৪০), আবু বক্কর (৪৫) ও সামিউল ইসলাম ছনেট (৩২) আহত হন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৪ জনের নামসহ বিএনপির অজ্ঞাত অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

