নাগরিক ঐক্য ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের ভাতা দেবে: মান্না

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৪৮

নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী জাতীয় নির্বাচনে নাগরিক ঐক্য যদি সরকার গঠন করতে পারে তাহলে দেশের ছয় কোটি বেকার যুবকদের মাঝে মাসিক এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। কম সৌভাগ্যবান পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা ভাতা কার্ড করে দেয়া হবে।

সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পঁওতা সর্বজনীন দুর্গা পূজা মন্ডব পরিদর্শন শেষে এসব বক্তব্য রাখেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন ময়দানহাট্রা ইউনিয়ন নাগরিক ঐক্যের সভাপতি খন্দকার মাহবুব মোর্শেদ হিরাসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মী। পরে পূজা কমিটির সভাপতি বিমল রায়ের হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত