আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সারের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নাটোর
সারের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ

নাটোরের নলডাঙ্গায় তীব্র সার সংকটের প্রতিবাদে উপজেলা পরিষদ ঘেরাও করে সমস্যার সমাধান না হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। পরে উপজেলা প্রশাসন কৃষকদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করায়। এ সময় নাটোর-নওঁগা আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গা-নাটোর সড়কে তীব্র যানজট হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, রোববার সকাল ১০টার দিকে কৃষকরা সারের দাবিতে প্রথমে নলডাঙ্গা উপজেলা পরিষদ ঘেরাও করে। এতে সমস্যার কোনো সমাধান না হওয়ায় তারা উপজেলা পরিষদের সামনের তিন মাথা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

দুপুর সাড়ে ১২টার দিকে একই দাবিতে উপজেলার মাধনগরেও বিক্ষোভ শুরু করে কৃষকরা। এ সময় কৃষকরা অভিযোগ করেন, আজকে সার দেওয়ার কথা থাকলেও ডিলারেরা সার দিচ্ছে না। তারা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না। এভাবে চলতে থাকলে তারা ফসল উৎপাদন করতে পারবেন না, ফসল উৎপাদনে ব্যাহত হবে। ফসলের ফলন কমবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

কৃষকরা দাবি করেন, সরকারি মূল্যের চাইতে প্রতি বস্তায় ৬০০-৭০০ টাকা বেশি দিয়ে সার সংগ্রহ করে কোনো রকম তাদের আবাদ করতে হচ্ছে। সার সরবরাহ না থাকলে তারা আবাদ করতে পারবেন না। কৃষকরা দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি জানান।

কৃষকরা সারের দাবিতে বিক্ষোভ করতে থাকলে দুপুর সাড়ে ১২টার দিকে নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান ও উপজেলা কৃষি কর্মকর্তা কিষোয়ার হোসেন নলডাঙ্গা থানা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কৃষকদের অভিযোগ শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারও উপজেলার মাধনগরে কৃষক ও এলাকাবাসী সারের দাবীতে এবং সার সিন্ডিকেন্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন