অধিকার কেড়ে নিলে কী হয়, ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে: ব্যারিস্টার পুতুল

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২: ২৪

অন্যজন কী দোষ-ত্রুটি করেছে সেসব দেখার আগে নিজের দিকে একবার তাকাই। নিজে কী অন্যায় করেছি সেটা আগে দেখি, নিজেকে আগে পবিত্র করি, তাহলে আমরা প্রত্যেকেই দ্রুত পবিত্র হয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ ভবিষ্যৎ বাংলাদেশ দাঁড় করানোর জন্য সৎ যোগ্য মানুষের বিকল্প নেই। কারণ দুর্নীতি করলে কী অবস্থা হয়, দেশবিরোধী কাজ করলে কী অবস্থা হয়, ভোটের অধিকার কেড়ে নিলে কী অবস্থা হয়, সন্ত্রাস করলে কী অবস্থা হয়, ৫ আগস্ট কিন্তু দেখাই দিছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) নাটোরের লালপুর উপজেলার লালপুর ও আড়বাব ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত গণসংযোগকালে ১৭টি মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যকালে বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটি ও বিএনপি মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে বিস্ফোরণ ঘটেছে, সেই বিস্ফোরণ যেন আমরা কেউ দেখতে না চাই। মনে রাখতে হবে, আমাদের সামনের দিকে এগোতে হবে। একমাত্র বিএনপিই পারে সেই বাংলাদেশ গড়তে, যে বাংলাদেশে আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা পাবো, যে বাংলাদেশে আমরা তিনবেলা পেট ভরে খেতে পারবো, যে বাংলাদেশে নারী পুরুষের ভেদাভেদ থাকবে না, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টানের বিভেদ থাকবে না। সকলে বাংলাদেশি হিসাবে রাষ্ট্র এবং সংবিধান যে অধিকার দিয়েছে এগুলো আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ।

গণসংযোগকালে বিভিন্ন পথসভায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ (পাপ্পু), গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, লালপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান কিরণ, বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত