টানা পাঁচদিন বন্ধ ঢাকা-রাজশাহী বাস চলাচল

রাজশাহী অফিস
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬: ৩৭

পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থের টানাপোড়েনের জেরে টানা পাঁচদিন যাবৎ বন্ধ রয়েছে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল। রোববার রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে সরেজমিনে কোনো দূরপাল্লার বাস নজরে পড়েনি। অন্যদিকে যাত্রীভোগান্তি চরম পর্যায়ে থাকায় ক্ষোভ দেখান তারা। পাশাপাশি সংকট সমাধানে জরুরি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

মালিক পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা যায়, শ্রমিকদের পূর্বের দাবির প্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর চালকের ট্রিপপ্রতি বেতন এক হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৭৫০ টাকা করা হয়। একইসঙ্গে সুপারভাইজারের বেতন ৫০০ থেকে ৭৫০ এবং সহকারীর ৪০০ থেকে ৭০০ টাকা করা হয়।

বিজ্ঞাপন

কিন্তু এরপর শ্রমিকরা নতুন করে বেশ কয়েকটি দাবি তোলেন। এর মধ্যে রয়েছে-যাত্রাবিরতির সময় খাবারের হোটেল বিল কোম্পানিকে বহন করতে হবে, ডিউটি ২৪ ঘণ্টা হলে শ্রমিকদের খোরাকি দিতে হবে, এসি কোটের ২০টি টিকিট বিক্রি হলে একটি টিকিট শ্রমিকদের দিতে হবে, ফুল হলে দুটি দিতে হবে, রাজশাহীর ট্রিপ হলেও চাঁপাইনবাবগঞ্জের বেতন দিতে হবে।

তারা আরো জানান, শ্রমিকদের এসব নতুন দাবি মেনে নেওয়া সম্ভব নয়। ফলে তারা বাধ্য হয়ে গত বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত