আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভাঙ্গুড়ায় আচরণবিধি লঙ্ঘন করায় ১০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ভাঙ্গুড়ায় আচরণবিধি লঙ্ঘন করায় ১০ হাজার টাকা জরিমানা
ছবি: আমার দেশ

পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অপরাধে উপজেলা শ্রমিক দলের সভাপতি আল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। আল আমিন ওই গ্রামের আফসার আলীর ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে ,তফসিল অনুযায়ী আগামী ২২ তারিখ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করার কথা। কিন্তু শ্রমিক দলের নেতা আল আমিন এই নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার রাতে সিংগাড়ি গ্রামে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনের পক্ষে লিফলেট বিতরণ করছেন এমন অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আমার দেশকে বলেন, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় আল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...