পোরশায় আ.লীগ নেতা গ্রেপ্তার
উপজেলা প্রতিনিধি, পোরশা (নওগাঁ)
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৫২

নওগাঁর পোরশায় শরিফুল ইসলাম বুলবুল নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুলবুল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমদা গ্রামের গোলাম সারোয়ারের ছেলে।
পোরশা থানার ওসি শাহীন রেজা বলেন, তার বিরুদ্ধে পোরশা থানায় নাশকতার মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com