বগুড়ার শাজাহানপুরে রেললাইনের জন্য ভূমি অধিগ্রহণের নোটিশ বিতরণের সময় জনসমক্ষে ঘুষ নেওয়ার সংবাদ দৈনিক আমার দেশ অনলাইনে গত শুক্রবার সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ঘুষ কাণ্ডে জড়িত দুই কর্মচারিকে শোকজ করেছেন জেলা প্রশাসন।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক পি, এম, ইমরুল কায়েস দৈনিক আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘুষ নেয়ার সংবাদর প্রকাশের পরপরই তাদের বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রম চলমান। ঘটনাটির তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। অভিযুক্তদের শোকজ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, বগুড়া জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার দুই কর্মচারী চেইনম্যান মো. তাজুল ইসলাম এবং অফিস সহায়ক সুফল মিয়া প্রকাশ্য ঘুষ নেন।
শুক্রবার দুপুরে উপজেলার জামুন্না হাটখোলা এলাকায় অধিগৃহীত জমির মালিকদের হাতে ৮ ধারার নোটিশ দেওয়া হচ্ছিল। নিয়ম অনুযায়ী নোটিশ বিতরণ সম্পূর্ণ বিনামূল্যে হলেও, অভিযুক্ত দুই কর্মচারী প্রত্যেক ভূমি মালিকের কাছ থেকেই ২০০–৩০০ টাকা করে আদায় করেন। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে নোটিশ প্রদানে গড়িমসি ও দুর্ব্যবহার করা হয়। ঘুষ নেয়ার ছবিসহ সংবাদটি গতকাল শনিবার দৈনিক আমার দেশ অনলাইনে প্রকাশিত হয়।

