আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিনাজপুর-৬ আসনে জামায়াতের মনোনয়ন নিলেন আনোয়ারুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুর-৬ আসনে জামায়াতের মনোনয়ন নিলেন আনোয়ারুল ইসলাম
ছবি: আমার দেশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম-এর কাছ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

বিজ্ঞাপন

মনোনয়ন ফরম সংগ্রহের পর আনোয়ারুল ইসলাম আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, গত ১৭ বছর ধরে আমাদের যেমন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি, তেমনি দেশের জনগণও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।

এ সময় দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন