রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআনের বাণী পৌঁছে দেয়া এবং বাস্তব জীবনে এর গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে ‘বাস্তব জীবনে কোরআন অধ্যয়নের গুরুত্ব শীর্ষক সেমিনার ও কোরআন উপহার কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৫টা ৩০ মিনিট নাগাদ রুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয়। রেনেসাঁ কালচারাল গ্রুপ, রুয়েট-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সাত শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসা কালচারাল ক্লাবের উপদেষ্টা ও রুয়েটের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাঈদুল ইসলাম। অতিথিদের বরণ করে নেন রেনেসাঁর সভাপতি যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিমুল ইসলাম এবং একই বিভাগের শিক্ষার্থী ও রেনেসাঁর সাধারণ সম্পাদক এস.এ. ফারুক সিয়াম।
প্রধান অতিথি ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, “রাবি ও রুয়েট প্রতিষ্ঠালগ্ন থেকেই দুটি শিক্ষা প্রতিষ্ঠান ঘনিষ্ঠভাবে যুক্ত। কোরআন বিতরণের মতো মহৎ উদ্যোগগুলো আজ দেশে ক্রমেই বিস্তার লাভ করছে, যা সমাজে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। রেনেসাঁ কালচারাল ক্লাবের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।” তিনি শিক্ষার্থীদের কেবল পেশাগত উৎকর্ষ নয়, বরং নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধেও সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “শিক্ষা জীবনে চাকচিক্যময় অনেক সংস্কৃতির মাঝে থেকেও তোমরা কোরআনের আসরে এসেছো, এটি সত্যিই প্রশংসনীয়। একজন প্রকৌশলী হওয়ার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তাও জরুরি, আর আল কোরআন ও রাসুলের জীবনীচর্চার চেয়ে উত্তম মাধ্যম নেই।”
ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মাইদুল ইসলাম বলেন, “কোরআন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনে নির্দেশনা রয়েছে। একজন শিক্ষার্থীর চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ বিকাশ এবং দৈনন্দিন জীবনের সঠিক দিকনির্দেশনায় কোরআনের গুরুত্ব অপরিসীম।”
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ উপহার প্রদান। এ কর্মসূচি পৃষ্ঠপোষকতা করে 'Al Quran Academy London' এবং 'Quran Learning School'। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও ইন্টারেক্টিভ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং প্রায় সাত শত শিক্ষার্থীর হাতে কোরআন তুলে দেয়া হয়।
এর পাশাপাশি পবিত্র কোরআন অধ্যয়ন ও কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার গুরুত্ব নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন 'ইনোভা ট্রিমস অ্যান্ড ডোনেট ফর গুড'-এর পরিচালক মোহাম্মদ নূরুন্নবী এবং কোরআন লার্নিং স্কুলের পরিচালক ড. মুজাহিদ মাসুম। তারা এ ধরনের উদ্যোগ মানবিক ও নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

