আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি (আদমদীঘি) বগুড়া
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩০

বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় আজিজুল হক মনজু (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আজিজুল হক মনজু (৫০) উপজেলার দত্তবাড়িয়া হিন্দুপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

তিনি নশরতপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। গত রোববার দিবাগত রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে কে বগুড়া আদালতে পাঠিয়েছে।

আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল হক মনজুকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত