ঈশ্বরদীতে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০১: ৩১

ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল আকিজ বিড়ি জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাতে ঈশ্বরদী থানা ভবনের সামনে এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এ নকল বিড়ি জব্দ করা হয়।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, নকল আকিজ বিড়ি দেশের বিভিন্ন জেলায় পাঠানোর উদ্দেশ্যে এস এ পরিবহনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নকল বিড়ির মালিক খোঁজার চেষ্টা করেন। তবে অনেক খোঁজাখুঁজি করেও সংশ্লিষ্ট কোনো ব্যক্তি শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

পরবর্তীতে এস এ পরিবহনের কুরিয়ার অফিসের সামনে থেকে একটি ভুটভুটি (ইঞ্জিনচালিত ছোট যান) গাড়িসহ ২০ কার্টন ও ১৫ বস্তা নকল আকিজ বিড়ি জব্দ করা হয়।

উদ্ধারকৃত বিড়িগুলোতে দেখা যায় ২০ হাজার প্যাকেট এবং ৫ লাখ শলাকা। যার বাজার মূল্য ৩ লাখ টাকার অধিক। ঈশ্বরদী থানা পুলিশের সহায়তায় জব্দকৃত বিড়িগুলো থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত বিড়িগুলো ঈশ্বরদী কাস্টমস অফিসকে দেখানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বিষয়:

জব্দ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত