আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈশ্বরদীতে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ

ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল আকিজ বিড়ি জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাতে ঈশ্বরদী থানা ভবনের সামনে এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এ নকল বিড়ি জব্দ করা হয়।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, নকল আকিজ বিড়ি দেশের বিভিন্ন জেলায় পাঠানোর উদ্দেশ্যে এস এ পরিবহনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নকল বিড়ির মালিক খোঁজার চেষ্টা করেন। তবে অনেক খোঁজাখুঁজি করেও সংশ্লিষ্ট কোনো ব্যক্তি শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

পরবর্তীতে এস এ পরিবহনের কুরিয়ার অফিসের সামনে থেকে একটি ভুটভুটি (ইঞ্জিনচালিত ছোট যান) গাড়িসহ ২০ কার্টন ও ১৫ বস্তা নকল আকিজ বিড়ি জব্দ করা হয়।

উদ্ধারকৃত বিড়িগুলোতে দেখা যায় ২০ হাজার প্যাকেট এবং ৫ লাখ শলাকা। যার বাজার মূল্য ৩ লাখ টাকার অধিক। ঈশ্বরদী থানা পুলিশের সহায়তায় জব্দকৃত বিড়িগুলো থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত বিড়িগুলো ঈশ্বরদী কাস্টমস অফিসকে দেখানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন