রক্তদহ বিল পাড়ে ৮ হাজার গাছ রোপণ

উপজেলা প্রতিনিধি (আদমদীঘি) বগুড়া
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৮: ২৩

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী রক্তদহ বিল পাড়ে সান্দিড়া গ্রামের সড়কের দুই পাশে বৃক্ষ রোপণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা বন বিভাগের আয়োজনে প্রায় আট হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ উদ্বোধন করেন ইউএনও নিশাত আনজুম অনন্যা।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান আলী, সান্তাহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য ফেরদৌস রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, ইউপি সদস্য সাইদুর রহমান, সান্তাহার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার, যুবদল নেতা এস এম সোহেল রানা, উপজেলা সেচ্চাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মিলন হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মেহেদী হাসান সুইট, সবুজ সরদার, রঞ্জু হোসেন, আপেল হোসেন প্রমুখ।

উপজেলা বন বিভাগ জানান টিএফএফ ফান্ডের আওতায় রক্তদহ বিল পাড়ের সড়কের প্রায় আট হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা বলেন, বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজ বাংলাদেশ গড়তে হবে। এসব কার্যক্রমে সবার সম্পৃক্ত হওয়া উচিত। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষ রোপণ অত্যন্ত কার্যকর। সে জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। মেহগনি, আম, কাঁঠাল, পেয়ারা, নিম, জলপাই, তেঁতুল, খেজুরসহ বিভিন্ন প্রজাতির ৮ হাজার গাছ রোপণ করা হয়।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত