চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে তুলে নিয়ে হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতার বিরুদ্ধে।এ নিয়ে শুক্রবার দুপুরে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফুল হক। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বজুমোড়-বড়ই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার আশরাফুল হক বলেন, রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বজুমোড়-বড়ই বাজার এলাকার একটি আমবাগানে তাকে তুলে নিয়ে যান দাইপুখুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ডলার আলীসহ চার থেকে পাঁচজন সহযোগী। এ সময় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এক পর্যায়ে মাথায় ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করা হয়। ছিনিয়ে নেয়া হয় ২৫ হাজার টাকা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনিয়ামিন নবীন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সাবেক নেতা ডলারের নেতৃত্বে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি করেন। এদিকে অভিযুক্ত ডলার আলির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমএস

