লালপুরে মহিলা চোর চক্রের ৩ সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ২২: ৫৩

নাটোরের লালপুরে সংঘবদ্ধ মহিলা চোর চক্রের তিন সদস্য ননদ, ভাবি ও শাশুড়িকে আটক করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলায় অগ্রণী ব্যাংক লিমিটেডের গোপালপুর শাখায় এক গ্রাহকের ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. জয়নুল আবেদিন। আটকৃতরা হলেন নাটোর সদর উপজেলার আওড়াইল হালশা গ্রামের মো. সুমন শেখের স্ত্রী হাসি বেগম (২৫) ইউনুস শেখের মেয়ে আলিয়া খাতুন (২৫),  মৃত লালন শেখের স্ত্রী আছিয়া বেগম (৪০)।
জানা যায়, অভিযুক্ত আলিয়া খাতুন অভিযুক্ত হাসি বেগমের ননদ ও আছিয়া বেগম তার মামী শাশুড়ি হন।
লালপুরের কলেজ মোড় এলাকার ফাতেমাতুজ্জোহরা নামের এক গ্রাহক ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিতে আসেন। এ সময় সংঘবদ্ধ তিন নারী ওই গ্রাহককে ঘিরে ধরেন। একপর্যায়ে তারা কৌশলে ভুক্তভোগীর ভ্যানিটি ব্যাগ থেকে কৌশলে ৩০ হাজার টাকা চুরি করে। ভুক্তভোগী গ্রাহক টাকা জমা দেয়ার সময় দেখেন ভ্যানিটি ব্যাগে টাকা নেই। এ সময় তিনি ব্যাংক কর্মকর্তাদের বিষয়টি জানালে ব্যাংকের মূলগেট আটকে ওই তিন নারীকে আটক করে।
এ সময় তাদেরকে ব্যাংকে আসার কারণ জিজ্ঞাসা করলে কোন সদুত্তোর না দিয়ে তারা চলে যেতে থাকেন। ঠিক তখনই ফাতেমা নামের ওই গ্রাহক অভিযোগ করেন তার ব্যাগ থেকে টাকা চুরি করা হয়েছে। তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পরে পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পুলিশ তাদের তল্লাশি করে ১৪ হাজার টাকা উদ্ধার করেন।
এ বিষয়ে ফাতেমাতুজ্জোহরা (৩৪) বলেন, আমি ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য টাকা জমার রশিদ লিখছিলাম। এমন সময় কৌশলে তারা আমার ব্যাগ থেকে টাকা চুরি করে নেয়। এই ঘটনায় ব্যাংকের ওই গ্রাহক রাতে লালপুর থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত