উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন মো. হাবিবুল্লাহ (১৭)।
রোববার উপজেলার খেলনা ইউনিয়নের ভগবানপুর এলাকায় ঘটনাটি ঘটে। এসএসসি পরীক্ষার্থী হাবিবুল্লাহ খেলনা ভগবানপুর এলাকার আনারুল ইসলামের ছেলে। এর আগে শনিবার রাতে হাবিবুল্লাহর পিতা আনারুল ইসলাম ক্যান্সার আক্রান্ত নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। রোববার বিকেলে পারিবারিক কবরস্থালে তার লাশ দাফন কাজ সম্পন্ন করা হয়। হাবিবুল্লাহ উপজেলার রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন হাবিবুল্লাহ। তার এসএসসি পরীক্ষার রোল নম্বর ছিল-৪৩০৩৪৬।
মৃতের স্বজনরা জানান, দীর্ঘদিন থেকে ক্যান্সার আক্রান্ত ছিলেন আনারুল ইসলাম। শনিবার রাতে তার মৃত্যু হয়। এদিকে বাবার লাশ বাড়িতে অন্যদিকে ছেলে হাবিবুল্লার পরীক্ষা। বাবাকে হারানো কঠিন শোক নিয়ে বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা শেষে বাড়িতে ফিরেন হাবিবুল্লাহ। এমন ঘটনায় বাড়িতে ফিরে সন্তানের আহাজারিতে কেঁদেছে স্থানীয়রাও। বিকাল সাড়ে ৫টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে হাবিবুল্লাহর পিতা আনারুল ইসলামকে।
রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুর রহমান জানান, হাবিবুল্লাহ একজন মেধাবী শিক্ষার্থী। বাবার মৃত্যুতে সে মানসিক ভাবে খুবই ভেঙ্গে পড়েছে। তার বাবা ছেলে দুজনের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।
এমএস
নওগাঁর ধামইরহাটে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন মো. হাবিবুল্লাহ (১৭)।
রোববার উপজেলার খেলনা ইউনিয়নের ভগবানপুর এলাকায় ঘটনাটি ঘটে। এসএসসি পরীক্ষার্থী হাবিবুল্লাহ খেলনা ভগবানপুর এলাকার আনারুল ইসলামের ছেলে। এর আগে শনিবার রাতে হাবিবুল্লাহর পিতা আনারুল ইসলাম ক্যান্সার আক্রান্ত নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। রোববার বিকেলে পারিবারিক কবরস্থালে তার লাশ দাফন কাজ সম্পন্ন করা হয়। হাবিবুল্লাহ উপজেলার রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন হাবিবুল্লাহ। তার এসএসসি পরীক্ষার রোল নম্বর ছিল-৪৩০৩৪৬।
মৃতের স্বজনরা জানান, দীর্ঘদিন থেকে ক্যান্সার আক্রান্ত ছিলেন আনারুল ইসলাম। শনিবার রাতে তার মৃত্যু হয়। এদিকে বাবার লাশ বাড়িতে অন্যদিকে ছেলে হাবিবুল্লার পরীক্ষা। বাবাকে হারানো কঠিন শোক নিয়ে বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা শেষে বাড়িতে ফিরেন হাবিবুল্লাহ। এমন ঘটনায় বাড়িতে ফিরে সন্তানের আহাজারিতে কেঁদেছে স্থানীয়রাও। বিকাল সাড়ে ৫টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে হাবিবুল্লাহর পিতা আনারুল ইসলামকে।
রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুর রহমান জানান, হাবিবুল্লাহ একজন মেধাবী শিক্ষার্থী। বাবার মৃত্যুতে সে মানসিক ভাবে খুবই ভেঙ্গে পড়েছে। তার বাবা ছেলে দুজনের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।
এমএস
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে