বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে ধামইরহাটের হাবিবুল্লাহ

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১৬: ০০
আপডেট : ০৪ মে ২০২৫, ১৬: ১১

নওগাঁর ধামইরহাটে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলেন মো. হাবিবুল্লাহ (১৭)।

রোববার উপজেলার খেলনা ইউনিয়নের ভগবানপুর এলাকায় ঘটনাটি ঘটে। এসএসসি পরীক্ষার্থী হাবিবুল্লাহ খেলনা ভগবানপুর এলাকার আনারুল ইসলামের ছেলে। এর আগে শনিবার রাতে হাবিবুল্লাহর পিতা আনারুল ইসলাম ক্যান্সার আক্রান্ত নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। রোববার বিকেলে পারিবারিক কবরস্থালে তার লাশ দাফন কাজ সম্পন্ন করা হয়। হাবিবুল্লাহ উপজেলার রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন হাবিবুল্লাহ। তার এসএসসি পরীক্ষার রোল নম্বর ছিল-৪৩০৩৪৬।

বিজ্ঞাপন

মৃতের স্বজনরা জানান, দীর্ঘদিন থেকে ক্যান্সার আক্রান্ত ছিলেন আনারুল ইসলাম। শনিবার রাতে তার মৃত্যু হয়। এদিকে বাবার লাশ বাড়িতে অন্যদিকে ছেলে হাবিবুল্লার পরীক্ষা। বাবাকে হারানো কঠিন শোক নিয়ে বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা শেষে বাড়িতে ফিরেন হাবিবুল্লাহ। এমন ঘটনায় বাড়িতে ফিরে সন্তানের আহাজারিতে কেঁদেছে স্থানীয়রাও। বিকাল সাড়ে ৫টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে হাবিবুল্লাহর পিতা আনারুল ইসলামকে।

রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুর রহমান জানান, হাবিবুল্লাহ একজন মেধাবী শিক্ষার্থী। বাবার মৃত্যুতে সে মানসিক ভাবে খুবই ভেঙ্গে পড়েছে। তার বাবা ছেলে দুজনের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত