আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁপাইনবাবগঞ্জে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে মানুষের ঢল

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে মানুষের ঢল

ইজরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুল কলেজের শিক্ষার্থী,শিক্ষক ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

সোমবার সকাল ১১টার দিকে শহরের শান্তিমোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিশ্বরোড মোড়ে গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন,গাজায় ইসরায়েলের নৃশংসতা অব্যাহত থাকলেও জাতি সংঘ আজ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। তারা সকল মুসলিম দেশগুলোকে গাজার পক্ষে দাঁড়ানোর আহবান জানান। এছাড়া আগামী কাল থেকে সকল ইজরাইলি পণ্য বয়কটে গণসংযোগ চালানোর ঘোষণা দেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন