স্কুটিতে ফিরছিলেন মা-মেয়ে, পিকআপের ধাক্কায় দুজনেই নিহত

উপজেলা প্রতিনিধি (আদমদীঘি) বগুড়া
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪২

বগুড়ার আদমদীঘিতে স্কুটিতে আটা বোঝাই পিকআপের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলা সদরের ডালম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন উপজেলা সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের ইসলামী ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)। আহতরা হলেন, ছাতনী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও নিহতের স্বামী রমজান আলী (৩৮) ও টমটমের যাত্রী দুপচাঁচিয়া উপজেলার চন্দ্রদীঘি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নাজমা বেগম (৪০)।

জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা নামক স্থানে বগুড়াগামী একটি আটা বোঝাই পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে চিকিৎসক ওই মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এস মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত