বগুড়ার আদমদীঘিতে স্কুটিতে আটা বোঝাই পিকআপের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলা সদরের ডালম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলা সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের ইসলামী ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)। আহতরা হলেন, ছাতনী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও নিহতের স্বামী রমজান আলী (৩৮) ও টমটমের যাত্রী দুপচাঁচিয়া উপজেলার চন্দ্রদীঘি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নাজমা বেগম (৪০)।
জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা নামক স্থানে বগুড়াগামী একটি আটা বোঝাই পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে চিকিৎসক ওই মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এস মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

