কৃষি প্রণোদনার বীজ ও সার পেলেন ৩৬১০ কৃষক

উপজেলা প্রতিনিধি (আদমদীঘি) বগুড়া
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৫: ৫০

বগুড়ার আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার পেয়েছেন ৩৬১০ কৃষক। সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে রবি/২০২৫-২৬ মৌসুমে শীতকালীন বীজ সহায়তার সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা-পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার সজল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. বেনজির আহমেদ, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার আল আমিন প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত