৩ গুণ ভাড়া দিয়েও জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে যাত্রী

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১৮: ২৬

বগুড়ার শেরপুরে যাত্রীরা ৩ গুণ অতিরিক্ত ভাড়া দিয়ে মালবাহী ট্রাক, বাস, মিনিবাসসহ বিভিন্ন পরিবহনে কর্মস্থলে ফিরছেন। ঈদের ছুটি প্রায় শেষ হওয়ায় কর্মস্থলে ফেরার তাগিদে অনেকেই জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করছেন না।

বগুড়ার শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকায় যাত্রীদের ঢল নেমেছে। আন্তঃজেলা কোচ কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এই সুযোগে কিছু মানুষ যাত্রীদের কাছ থেকে ভাড়ার নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত ভাড়া থেকে বাঁচতে ঝুঁকিপূর্ণ পরিবহনে ফিরতে বাধ্য হচ্ছেন অনেকেই। কর্মস্থলে ফেরার এই চিত্র ঈদের আমেজের অবসান ঘটাচ্ছে, তবে এটি ব্যবস্থাপনাগত দুর্বলতা ও ভোগান্তির চিত্রও তুলে ধরছে।

কোচ কাউন্টার সূত্রে জানা যায়, প্রতিদিনের তুলনায় তিনগুণ যাত্রী সকাল থেকেই উপস্থিত হয়েছেন। বাড়তি বাস চালু করা হলেও চাহিদার তুলনায় তা একেবারেই অপ্রতুল। অনেক যাত্রী দাঁড়িয়ে গন্তব্যে রওনা দিচ্ছেন।

ঢাকার আশুলিয়া যাবেন রাশেদা বেগম ও রফিকুল। তারা জানান, বাসের টিকিটের মূল্য ১,২০০ টাকা হলেও ভালো মানের পরিবহনের টিকিট পাননি, তাই বাধ্য হয়ে ৮০০ টাকায় ট্রাকে উঠতে হয়েছে।

গার্মেন্ট কর্মী আব্দুর রহিম বলেন, 'অনেকবার ট্রাকে গেছি। এই গরমে ভেবেছিলাম কোচে যাবো, কিন্তু এখানে এসে দেখি কোনো কোচের টিকিট নেই। এছাড়া লোকাল কোচ বা বাস যে হারে ভাড়া আদায় করছে, তাতে আমাদের মতো গরীব মানুষের জন্য অনেক কষ্ট হচ্ছে। তাই এবারও ৬০০ টাকায় ট্রাকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

যাত্রীরা অভিযোগ করেন, যে সকল গাড়ি নিয়মিত চলে, সেগুলোর টিকিট আগেই বুকিং করে রাখা হয়েছে। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ দিলেই সেই গাড়িতে টিকিট মিলছে। আবার অনেক লোকাল গাড়ি কাউন্টারে থাকলেও ভাড়া আদায়ে চলছে নৈরাজ্য। যে সকল গাড়িতে ৩০০ টাকা হলেই বেশি, সেখানে ১,০০০ থেকে ১,১০০ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে।

বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির শেরপুর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম রেজা বলেন, 'বাড়তি যাত্রীচাপ ও যানজটের কারণে অনেক বাস সময়মতো ফিরতে পারছে না। তবে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।'

ট্রাফিক পুলিশ সার্জেন্ট রমজান আলী বলেন, 'যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত