বগুড়ার শাজাহানপুরে মোহাম্মদ জাকারিয়া আল আমিন জুয়েল নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলা সদরের মাঝিড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
শাজাহানপুর থানার ওসি মো. ওয়াদুদ আলম বলেন, বিকেলে মাঝিড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যা মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

