আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাবনায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল

আমার দেশ অনলাইন

পাবনায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল
ছবি: ভিডিও থেকে নেয়া

পাবনা-১ আসন (বেড়া- আংশিক সাঁথিয়া) সীমানা পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। রোববার সকাল থেকে দূরপাল্লার বাস কোন ছেড়ে যায়নি।

বিজ্ঞাপন

হরতালের সমর্থনে বিভিন্ন মোড়ে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। একইভাবে বন্ধ রাখা হয়েছে নগরবাড়ি বন্দর, বৃশালিখা ও কাজিরহাট ঘাটও। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বেড়ার সিঅ্যান্ডবি ও কাশিনাথপুর মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। বিভিন্ন স্থানে জ্বালানো হয়েছে টায়ার। অ্যাম্বুলেন্স ও কাঁচামালের গাড়ি ছাড়া সব ধরনের যানবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

হরতাল উপেক্ষা করে সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়কসহ বিভিন্ন রুটে রওনা হওয়া মালবাহী ট্রাকগুলো বেড়া সিএন্ডবি মোড়ে আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা। একটি বাস ভাঙচুর করা হয়েছে বলেও জানা যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন